গভীর সমুদ্রে ট্রলার দুর্ঘটনায় জেলের মৃত্যু
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারের ভেতরে দুর্ঘটনায় এক জেলের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত জেলেকে নিয়ে ট্রলারের মাঝি ও অন্য জেলেরা গতকাল শুক্রবার সকালের দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ছিদ্দিক ভান্ডারি (৫০) পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাড়িটানা এলাকার বাসিন্দা মৃত নূর মোহাম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর সকাল ৮টায় ‘এফবি মা’ নামের একটি ফিশিং ট্রলার ১৭ জন জেলেকে নিয়ে পাথরঘাটা থেকে সমুদ্রে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় জাল টানতে গিয়ে অসতর্কতাবশত ছিদ্দিক ভান্ডারি ট্রলারের খোন্দলে (বরফ রাখার সংরক্ষিত স্থান) পরে যান। এতে তার মাথা, বুক ও হাতে গুরুতর আঘাত লাগে। কিছুক্ষণ পরেই তিনি অচেতন হয়ে পড়েন। ওই ট্রলারের মাঝি জামাল হোসেন জানান, সাগরে জাল ফেলার সময় ছিদ্দিক ভান্ডারি সিটকে ট্রলারের খোন্দলে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে আমরা তাকে চিকিৎসার জন্য দ্রুত সময়ের মধ্যে তীরে ফিরে পাথরঘাটা হাসপাতালে নিয়ে এসেছি। এতেই সময় কেটে গেছে প্রায় ১৪ ঘণ্টা।
পাথরঘাটা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সিদ্দিক ভান্ডারীকে তাৎক্ষণিক মৃত্যু ঘোষণা করেন এবং বলেন তিনি অনেক আগেই মৃত্যুবরণ করেছেন। পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ মেহেদী হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
