সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫২ পদে লোকবল সংকট
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
নানা সমস্যায় জর্জরিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পর্যাপ্ত চিকিৎসক ও স্টাফ সংকটের ফলে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত উপজেলার কয়েক লাখ মানুষ। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকটের বিষয়টি দীর্ঘদিনের। এ নিয়ে সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে লেখালেখি হলেও আজও গ্রহণ করা হয়নি পদক্ষেপ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এখানে বিভিন্ন পদে প্রায় ৫২ জন সংকট। এর মধ্যে কনসালটেন্টসহ চিকিৎসক পদে ১৮টি, নার্স ৬টি, মেডিকেল টেকনোলজিস্ট ২টি, ফিল্ড স্টাফ ১৫টি এবং অন্যান্য পদে ১৯টি খালি রয়েছে। বর্তমানে লোকবল সংকটের সংখ্যা ৬০ হলেও ৮ জন রয়েছে প্রেষণে। এদিকে চিকিৎসক ও জনবল সংকটে পর্যাপ্ত সেবা না পাওয়ায় রোগীদের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ। চিকিৎসক সংকটের ফলে অনেক ক্ষেত্রেই জটিল রোগে আক্রান্ত রোগীদের প্রাথমিক চিকিৎসা শেষে রেফার করা হচ্ছে জেলা সদরে। এ বিষয়ে সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, জনবল এখানকার অন্যতম একটি সমস্যা। বিভিন্ন ক্যাটাগরির শূন্যপদগুলো পূরণের লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে। আশা করি দ্রুত জনবল সমস্যার সমাধান হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া বলেন, চিকিৎসক সংকটের বিষয়ে আরও আগেই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আশা করছি দ্রুত সমাধান হবে।
