মির্জাগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে গোসল করতে নেমে আলিফ (১০) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। আলিফ স্থানীয় দুলাল আকনের একমাত্র ছেলে।

সে স্থানীয় ভাজনা কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গতকাল শুক্রবার দুপুরে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নে পিপঁড়াখালী গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন- স্থানীয় ইউপি সদস্য মো. জুয়েল হাওলাদার। স্থানীয় সূত্রে জানা যায়, আলিফ কয়েকজন বন্ধু মিলে পায়রা নদীতে গোসল করতে নামে। এ সময়ে তার পায়ের জুতা ভেসে যায়।

তা আনতে গিয়ে স্রোতের টানে হারিয়ে যায় আলিফ। প্রায় এক ঘণ্টার চেষ্টায় স্থানীয়রা আলিফকে মৃত অবস্থায় উদ্ধার করে।