সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের জারিকারক জমিরুল হক জুয়েল মিয়া (৩৫) ও শবদর আলী (৩৬) নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার জায়কলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সূত্রে জানাযায়, জেলা প্রশাসকের কার্যালয়ের চিঠি নিয়ে জগন্নাথপুর উপজেলায় যাওয়ার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কের জয়কলস এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
