জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিয়ে জাতীয় নির্বাচন দিতে হবে
বললেন মাওলানা মামুনুল হক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাবেত আহমেদ, গোপালগঞ্জ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন- জুলাই সনদকে আইনে স্বীকৃতি দিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে। তিনি অভিযোগ করে বলেন, এখনও দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। নির্বাচন ঘনিয়ে আসলেও সমতার মাঠ বা লেভেল প্লেয়িং ফিল্ড নাই। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন না হলে সেটা হবে কেবল বেকার পুনর্বাসনের উচ্চকক্ষ, যা খেলাফত মজলিস মেনে নেবে না। গত শনিবার গোপালগঞ্জ পৌর উন্মুক্ত মঞ্চে গোপালগঞ্জ জেলা খেলাফত মজলিসের আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের রক্তের বিনিময়ে পাওয়া অর্জন কোনো অপশক্তিকে ছিনতাই করতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ গড়তে জুলাই সনদই হবে প্রধান রোডম্যাপ।
নিজেদের দলের প্রার্থী সম্পর্কে তিনি বলেন, আমরা দলীয় প্রার্থী মনোনীত করেছি যে পদ্ধতিতেই নির্বাচন হোক না কেন আমাদের প্রার্থীরা আগামী পাঁচ বছর আপনাদের সঙ্গে থাকবে। বাংলার মাটি থেকে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে নতুন করে কোনো ফ্যাসিবাদ বাংলার মাটিতে শিকড় গাড়তে দেওয়া হবে না।
দেশের মানুষ অনেকবার প্রতারিত হয়েছে, এদেশের মানুষের মুক্তির সংগ্রামের প্রতিবারের বিজয়কে ছিনতাই করা হয়েছে?। এবারের বিজয়ের অর্জন যে কোনো অপশক্তি ছিনতাই করতে আসবে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এরআগে সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলা শাখার আমির এমএম রেজাউল করিম বলেন, এবারের নির্বাচনে ইসলাম পন্থিদের ভোটের বাক্স হবে একটি। ইসলামপন্থি সব দলকে ঐক্যমত থেকে দেশকে চাঁদাবাজি, খুন, রাহাজানি ও দুর্নীতিমুক্ত করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ফারুক হাসান নদভীর সভাপতিত্বে গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি শরাফত হুসাইন, যুগ্ম মহাসচিব শরীফ সাইদুর রহমান সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় অফিস সম্পাদ মাওলানা রুহুল আমীন খান প্রমুখ।
