মানিকগঞ্জে অবৈধ সিগারেট জব্দ
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি
সরকারি ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধভাবে সিগারেট বিক্রি করার অভিযোগে একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে মানিকগঞ্জ জেলা প্রশাসন। গত শনিবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার ঘোষের বাজারে এই অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করা হলেও অভিযুক্ত বিক্রেতা পালিয়ে যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-মুনতাসির মামুনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এর আগে চক্রটির কার্যক্রম উদঘাটনে অনুসন্ধানে নামে সাংবাদিক দেওয়ান আবুল বাশারের নেতৃত্বে একটি সাংবাদিক দল। ক্রেতা সেজে তারা বিক্রেতাকে মানিকগঞ্জ শহরে সিগারেট নিয়ে আসতে বলে। বিক্রেতারা অস্বীকৃতি জানিয়ে ঘোষের বাজার থেকে সিগারেট নিয়ে যেতে বলে। সন্ধ্যায় সাংবাদিকেরা ক্রেতা সেজে বাজারে গেলে দীর্ঘ অপেক্ষার পর রাব্বি নামের একজন সিগারেট নিয়ে সেখানে হাজির হয়। সাংবাদিকেরা তাদের পরিচয় দিয়ে সিগারেটের বৈধতা সম্পর্কে জানতে চায়। রাব্বি কোম্পানির লোক আসতে বলে সময়ক্ষেপণ করে। এরমধ্যে হঠাৎ বৃষ্টি শুরু হলে সে মোটরসাইকেল সরানোর কথা বলে পালিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসককে জানানো হয়।
