ভারত থেকে ২০০ কোচ কিনবে রেলওয়ে

জানালেন রেলপথ সচিব

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম বলেছেন, বর্তমানে লোকোমোটিভ ও কোচের স্বল্পতা রয়েছে। এই সংকট কাটাতে ভারত থেকে একটি প্রকল্পের মাধ্যমে আমরা ২০০ কোচ আনব। ডিজাইন ফাইনাল হয়েছে, তারপর তারা বানিয়ে দেবে। এ বছরের শেষে ২০টি কোচ এবং আগামী বছরের মার্চে আরও ২০টি কোচ আসবে। এভাবে প্রতি মাসে কোচ আসবে।

একটি ট্রেন চালাতে লোকোমোটিভ (ইঞ্জিন), পাওয়ার কারসহ কমপক্ষে সাতটি কোচ লাগবে। তাই বগিগুলো এলেই যত দ্রুত সম্ভব, পাবনা থেকে ঢাকা পর্যন্ত একটি ট্রেন আগে দেব। রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে রূপান্তর করতে নানামুখী উদ্যোগ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার।

রেলকে শুধু যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবেই নয়, বরং মালামাল পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ অবলম্বন হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। গত রোববার দুপুরে ঈশ্বরদীতে পাকশী বিভাগীয় রেলওয়ে ডিজেল লোকোমোটিভ রানিং সেড পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম একথা বলেন।

রেল সচিব বলেন, মালবাহী পরিবহনে গুরুত্ব দিলে শুধু যাত্রী পরিবহন নির্ভরতা কমবে না, বরং রেলের আয়ও বাড়বে।

এ ছাড়া নতুন কোচ ও লোকোমোটিভ যুক্ত হলে ট্রেন চলাচলের গতি ও মান দুই-ই বাড়বে। এ সময় উপস্থিত ছিলেন- পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ, অতিরিক্ত মহাব্যবস্থাপক সুজিত কুমার বিশ্বাস, প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুম, পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) লিয়াকত শরীফ খান, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট মোহাম্মদ রেজওয়ান উর রহমান, বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুণ্ডু, সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন, সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এমএম রাজিব বিল্লাহ, বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল, বিভাগীয় প্রকৌশলী-১ আব্দুল হানিফ, বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, যান্ত্রিক প্রকৌশলী (লোকো) ময়েন উদ্দিন সরদার, যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) রবিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।