কুড়িগ্রাম জেলা প্রশাসকের মতবিনিময়

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম

কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজের উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার চিলমারী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলার সবস্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতারা, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজ অংশ নেয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন- জেলার সব সমস্যা একসঙ্গে সমাধান সম্ভব নয়, সবাইকে ধৈর্য ধরে দায়িত্ব পালন করতে হবে এবং দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। তিনি বাল্য বিয়ে, মাদক, অনলাইন জুয়াসহ সব সমস্যা থেকে যুবসমাজকে উত্তরণের লক্ষ্যে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক নুর আলম মুকুল, খেলাফত মজলিসের সভাপতি সহকারী অধ্যাপক ইয়ার আলী, প্রেসক্লাব চিলমারীর সভাপতি সহকারী অধ্যাপক মনিরুল আলম লিটু, সাংবাদিক হুমায়ুন কবির, শাওরাত সোহেল, ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আঁকা প্রমুখ।

আলোচকরা চিলমারীর উল্লেখযোগ্য সমস্যা ও বিভিন্ন সম্ভাবনা গুলো তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চিলমারী উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আমিনুল ইসলাম, ভেটেরিনারি সার্জন নুর আলম, এলজিইডির উপজেলা প্রকৌশলী জিয়াউর রহমান জুয়েল প্রমুখ।