কমলগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা বাগানে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে গত সোমবার কমলগঞ্জ থানায় রামপ্রসাদ পাশিকে আসামি করে ধর্ষণের লিখিত অভিযোগ করেন।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মা বাবার অনুপস্থিতে প্রতিবেশী কিশোরীকে ঘরে একা পেয়ে শ্রীগোবিন্দপুর চা বাগানের রামদরস পাশির বখাটে ছেলে রামপ্রসাদ পাশি (২০) তাকে কুণ্ডপ্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হলে দিপিকার পড়নের ওড়না দিয়ে হাত-পা ও মুখ বেঁধে তাকে ধর্ষণ করে। এ সময় ধর্ষণের শিকার কিশোরী রক্তাক্ত হয়ে অচেতন হয়ে পড়ে। ধর্ষণ শেষে অচেতন হওয়া দিপিকাকে বিবস্ত্র অবস্থায় মেঝেতে ফেলে রেখে বখাটে রামপ্রসাদ পালিয়ে যায়। বিকালে চা বাগানের কাজ শেষে বাবা-মা বাড়ি ফিরে বাড়ির ভেতরে মেয়েকে বিবস্ত্র হাত-পা, মুখ বাধা রক্তাক্ত অচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আসামি রামপ্রসাদ এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু জাফর মাহফুজুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা গত সোমবার সকালে কিশোরী ধর্ষণের অভিযোগ পেয়ে এদিন রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।