পরিষ্কার কার্যক্রম

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

নেত্রকোনা পৌরশহরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা ধলাই নদীকে পুনর্জীবিত করতে শুরু হয়েছে পরিষ্কার কার্যক্রম। গত সোমবার সকালে স্থানীয় স্বেচ্ছাসেবীদের উদ্যোগে ও নেত্রকোনা পৌরসভার সহযোগিতায় এ কার্যক্রম হাতে নেওয়া হয়। নেত্রকোনা স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক ও মো. আরিফুল ইসলাম সরদার জানান, সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ নদীর প্রায় দেড় কিলোমিটার এরইমধ্যে পরিষ্কার করা হয়েছে। এ উদ্যোগ অব্যাহত থাকলে নদী আবারও জেলেদের মাছ ধরার উপযোগী হয়ে উঠবে - আলোকিত বাংলাদেশ