নোবিপ্রবিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ফুড সিস্টেমস্ ইউথ লিডারশিপ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স (এফটিএনএস) বিভাগে আয়োজিত তিনদিনব্যাপী প্রশিক্ষণের এ সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
নোবিপ্রবি এফটিএনএস বিভাগের চেয়ারম্যান ড. মানসুরা মকবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ)। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী সদরের উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোশরেফুল হাসান, ফুড সেইফটি অফিসার শামসুল আরেফিন, এইচএসবিও এর এক্সিকিউটিভ ডিরেক্টর ফাহিদা সুলতানা।
