কক্সবাজারে ডাকাত গ্রেপ্তার
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কক্সবাজার অফিস
কক্সবাজার শহরের সাহিত্যিকা পল্লী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে জসিম উদ্দিন নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড কার্তুজ, বিভিন্ন ডাকাতির সরঞ্জাম এবং একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে শহরের সাহিত্যিকা পল্লী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াছ খান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, কক্সবাজার শহরের সাহিত্যিকা পল্লী এলাকায় পুলিশের মোবাইল টিম নিয়মিত টহল ডিউটিকালে একটি মাইক্রোবাস পুলিশের টহল গাড়ি দেখে পিছু হটে। মাইক্রোবাসটি হঠাৎ পিছু হটার কারণে মোবাইল টিম সন্দেহ হলে দীর্ঘ পথ গাড়িটিকে অনুসরণ করে পুলিশ। এক পর্যায়ে গাড়িতে থাকা সশস্ত্র ডাকাত দল বন্দুক তাক করে গাড়ির দরজা খুলে বিভিন্ন দিকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মো. জসিম উদ্দীন নামের একজনকে ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
