‘নতুন প্রজন্ম পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে’
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নতুন প্রজন্মকে শিক্ষিত করে গড়ে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করানো হবে।
গতকাল মঙ্গলবার শহরের আলাইপুরে জেলা বিএপির অস্থায়ী কার্যালয়ে নাটোর জেলা ছাত্রদলের উদ্যোগে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (সিএসএ) ভাইস প্রেসিডেন্ট (ডেমোক্রেসি অ্যান্ড পার্টিসিপেশন) পদে নির্বাচিত হওয়ায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ রিফাদ মাহমুদকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির নেতা দুলু বলেন, বাংলাদেশকে আত্মনির্ভরশীল জাতি হিসেবে দাঁড় করাবে আমাদের নেতা তারেক রহমান। এজন্য তিনি ৩১ দফা কর্মসূচি দিয়ে উল্লেখ করে দিয়েছেন আগামী দিনে আমাদের কী পদক্ষেপ হবে। আমরা জানি আমাদের নেতা তারেক রহমান, উনি ৩১ দফাগুলোতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আগামী দিনে কী হবে কিভাবে বাংলাদেশের নতুন প্রজন্মকে শিক্ষিত করে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে উঁচু করে বুক উঁচু করে দাঁড় করাবে।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ন-আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, যুগ্ন-আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, বিএনপি নেতা নাসিম উদ্দিন নাসিম, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
