ভৈরব চেম্বারের সভা

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ভৈরব সরকারি কেবি পাইলট হাইস্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।

ভৈরব চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ জাহিদুল ইসলাম জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। এছাড়াও অনুষ্ঠানে ব্যবসায়ীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সেরা করদাতা, সফল উদ্যোক্তা ও সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।