সোনাগাজীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
সোনাগাজীর আইনশৃঙ্খলা রক্ষায় জনগনের আস্থা ও ভরসা অর্জনে সফল হয়েছেন সোনাগাজী মডেল থানার ওসি বায়েজীদ আকন। স্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সংখ্যালঘু সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি ও নানা ঘটনায় পুলিশের সেবা নিতে থানায় আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। সোনাগাজী মডেল থানায় ওসি বায়েজীদ আকন যোগদানের পর ডিসেম্বর ২০২৪ থেকে আগস্ট ২০২৫ পর্যন্ত সময়ের মধ্যে অত্র থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ পুলিশের সার্বিক কার্য্যক্রম পর্যালোচনায় দেখা গেছে থানায় হয়রানি মুক্ত নাগরিক সেবা অর্থাৎ মামলা, জিডি, তদন্ত, ক্লিয়ারেন্সসহ সব সেবা সহজলভ্য হয়েছে। যেকোন সেবা প্রার্থীর বক্তব্য ওসি নিজে শুনেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। উল্লেখিত ৯ মাসে অতি দ্রুত সময়ের মধ্যে বেশ কয়েকটি ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনপূর্বক আসামি গ্রেপ্তার ও আলামত উদ্ধার করা হয়েছে। তার উল্লেখযোগ্য সাফল্যসমূহের মধ্যে রয়েছে সোনাগাজীর বহুল আলোচিত ক্লু-লেস হাশেম হত্যা মামলার রহস্য উদঘাটন পূর্বক ২৪ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত ৭ আসামিকে গ্রেপ্তার এবং হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার। আসামিদের মধ্যে আদালতে ৫ জনের স্বীকারোক্তি প্রদান। পশ্চিম তুলাতলীর প্রবাসীর স্ত্রী লাইলী আক্তার তানিয়া হত্যার রহস্য উদঘাটন পূর্বক ৭২ ঘণ্টার মধ্যে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার। ২১ জানুয়ারি মুহুরী প্রজেক্ট এলাকায় কতিপয় দুর্বৃত্ত কর্তৃক ফেনী রেলওয়ে স্টেশন অফিসার মীর মোহাম্মদ ইমরান ও তার স্ত্রীকে জিম্মি করে দেড় লাখ টাকা চাঁদা দাবিসহ নগদ টাকা ও মোটরসাইকেল লুটের ঘটনার অভিযোগ প্রাপ্তির ৪ ঘণ্টার মধ্যে দুষ্কৃতকারীদের চিহ্নিত পূর্বক গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার। নারীদের অশ্লীল ছবি দিয়ে ব্লাকমেইলিংসহ যেকোনো নারী নির্যাতন এর ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এমনকি অভিযুক্ত বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকেও গ্রেপ্তার করে আনা হয়েছে।
চরচান্দিয়ার নতুন সওদাগরহাট এলাকায় প্রবাসী আ. কুদ্দুসের বাড়িতে আলোচিত চুরির ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে চোরাই স্বর্ণ ও মোটরসাইকেল উদ্ধারসহ চোর গ্রেপ্তার।
দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকা থেকে গৃহবধূ গণধর্ষণের পলাতক আসামি গ্রেপ্তারসহ হিন্দু নারীকে ধর্ষণের আসামি দুজনকে অতি স্বল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। এছাড়া সোনাগাজী পৌর-শহরের প্রসিদ্ধ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান মেসার্স ভাই ভাই স্টোরে চাঞ্চল্যকর ক্লু-লেস চুরির ঘটনায় পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে, আশা করি পুলিশ ক্লু উদঘাটন করতে সক্ষম হবে।
সোনাগাজী বাজার বনিক সমিতির সভাপতি নুর নবী বিএসসি জানান- সোনাগাজীতে অপরাধ দমনে পুলিশের ভূমিকা সন্তোষজনক, মানুষ হিসাবে ওসি সাহেব ভালো মানুষ এবং একজন পেশাদার, দক্ষ ও কৌশলী অফিসার। তবে পুলিশি সেবা সন্তোষজনক ও আশানুরূপ করতে থানার জনবল বাড়াতে হবে। সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. বায়েজীদ আকন বলেন, দায়িত্ব পালনে আমাদের আন্তরিকতার ঘাটতি নেই। এখানে রাজনিতীবিদ, শিক্ষক, সাংবাদিক ব্যবসায়ী সব শ্রেণিপেশার মানুষ দায়িত্ব পালনে পুলিশকে সহযোগিতা করছেন।
