নদী থেকে জেলের লাশ উদ্ধার

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালী সন্ধ্যা নদী থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করেছে কাউখালী নৌ পুলিশ। নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে কাউখালী উপজেলার কালিগংগা নদীর চর অর্থাৎ সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না গ্রামের নদীর চর থেকে এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে এই সংবাদ জানতে পেরে কাউখালী নৌ-পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে কাউখালী লঞ্চঘাটে নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। এ সময় অনুসন্ধান করে নৌ-পুলিশ জানতে পারে যে পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার স্যাংগল গ্রামের শাজাহান হোসেনের ছেলে মৎস্যজীবী নজরুল ইসলাম (৫৬) দুইদিন আগে মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ হয়েছে। তার পরিবারের লোকজনকে সংবাদ দিলে তারা লাশটি নজরুল ইসলামের বলে শনাক্ত করে। গত সোমবার বিকালে সন্ধ্যা নদীতে ঐ জেলে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরত আসেনি। এ ব্যাপারে কাউখালীতে কর্মরত নৌ-পুলিশের এসআই নিয়াজ মোর্শেদ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় উদ্বোধন কর্তৃপক্ষের আদেশক্রমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।