চার জেলায় মা-ছেলেসহ সড়কে নিহত ছয়
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

চার জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো তথ্য :
হবিগঞ্জ : হবিগঞ্জে যাত্রীবাহী বাস, সিএনজিচালিত অটোরিকশা, কাভার্ডভ্যান, ট্রাক ও পিকআপভ্যানের পৃথক সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনা আহত হয়েছেন ১০ জন। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল, নবীগঞ্জ ও শায়েস্তাগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একই পরিবারের দুজন হলেন- বানিয়াচং উপজেলার সাগরদিঘীর পশ্চিমপাড় মহল্লার শামীমা আক্তার (৩৫) ও তার ছেলে তৌকি আহমেদ (৪)। গতকাল দুপুরে নবীগঞ্জের দিনারপুর কলেজ এলাকায় সিলেটগামী সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এর আগে সকালে বাহুবলের হাফিজপুর এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক ফুরকান মিয়া (খুলনা) গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একইদিন সকালে শায়েস্তাগঞ্জের দেউন্দি রোড এলাকায় ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় চক্রবর্তী জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতাল ও মর্গে পাঠানো হয়েছে।
রাঙামাটি : রাঙামাটির সাজেকে সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম রুবিনা আফসানা রিংকি। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের ২১ ব্যাচের ছাত্রী। গতকাল বুধবার দুপুরে সাজেক ভ্যালি থেকে খাগড়াছড়ি ফেরার পথে হাউসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পর্যটকবাহী জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন রুবিনা আফসানা।
দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের প্রথমে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান জানান, দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে। আহতদের খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইকবাল হোছাইন এবং সাজেক থানার ওসি কানন সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও ১২ জন শিক্ষার্থী ভ্রমণের জন্য সাজেকে এসেছিলেন। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কায় সীমান্ত (১৭) নামে কাভার্ড ভ্যানের সহকারী নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাভার্ডভ্যান হেলপার সীমান্ত যশোরের বেনাপোল থানার পুটখালী গ্রামের মফিজুর রমজান মন্টুর ছেলে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানিয়েছে, খুলনাগামী অজ্ঞাত একটি যানের পিছনে একই মুখী একটি কাভার্ড ভ্যান ধাক্কা মারে। এতে কাভার্ড ভ্যানের হেলপার সীমান্ত গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাভার্ড ভ্যানটিকে আটক করা গেলেও চালককে আটক করা যায়নি।
পীরগঞ্জ (রংপুর) : রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ফাতেমা বেগম নামের এক মহিলা নিহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটে। গতকাল বুধবার সকাল ৯টায় ঢাকা রংপুর-ঢাকা মহসড়কের পীরগঞ্জ বাসস্ট্যান্ডের ফ্লাইওভারের সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় ঘটনার সময় রংপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী অজ্ঞাত যাত্রীবাহী বাস উক্ত স্থানে পৌঁছে একটা যাত্রীবাহী রিক্সাভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান যাত্রী ফাতেমা বেগম রাস্তার উপর সিটকে পড়লে যাত্রীবাহী বাসটি ফাতেমা বেগমকে চাপা দিয়ে দ্রত চলে যায়। এতে ঘটনাস্থলেই ফাতেমার মৃত্যু হয়। নিহত ফাতেমা বেগম (৬৪) পীরগঞ্জ উপজেলার গঙ্গারামপুর গ্রামের মানিক মন্ডলের স্ত্রী। বাসটি আটক করা সম্ভব হয়নি এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
