দুই হাসপাতালে তালা

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হবিগঞ্জ প্রতিনিধি

লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই পরিচালিত হওয়ায় হবিগঞ্জ শহরের দুটি বেসরকারি হাসপাতালকে জরিমানা করাসহ বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের ডা. শরীফ মো. সানজিদ জামান। অভিযানে জানা যায়, জেলা শহরের সিনেমা হল রোডের হেলথ কেয়ার হাসপাতাল ও কালিবাড়ী রোডের আল-রাফি হাসপাতাল ১০ শয্যার হলেও নির্ধারিত চিকিৎসক ও নার্স কেউই ছিলেন না। ছিল না কালার কোডেড বিন। ল্যাবের মান ছিল নিম্ন, নেওয়া হতো অতিরিক্ত টাকা, আর মানহীন শয্যায় চলত অপারেশন।