সাবেক এমপি ডা. কামারুজ্জামানের মৃত্যু
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ও রাজনৈতিক ব্যক্তিত্ব ডাক্তার একেএম কামারুজ্জামান (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল শুক্রবার দুপুরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যায়। আজ শনিবার বাদ আছর নাঙ্গলকোট এ আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন ওনার ভাতিজা একেএম মনিরুজ্জামান।
ডাক্তার একেএম কামরুজ্জামানের মত্যুতে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন মহল শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
