সিরাজগঞ্জে ওলামা দলের মতবিনিময়
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি গঠনের উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে ওই ইউনিয়ন পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জুবায়ের হোসেন জুয়েলের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সহকারী সমন্বয়ক ও জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক। এ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা নুরনবী হোসাইনী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ওই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক লতিকুল ইসলাম লেলিন, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ও পৌর ওলামা দলের আহ্বায়ক মাওলানা টিএম শরিফ উদ্দিন জামিল, হাবিবুর বাশার ইমন মুন্সি, শহিদুল ইসলাম জাহিদ, ইব্রাহিম খলিল ভূঁইয়া, রাশেল রানা শান্ত প্রমুখ।
