ঝালকাঠিতে অটোরিকশা ইজিবাইক চালকদের ধর্মঘট
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি পৌরসভা কর্তৃপক্ষের লাইসেন্স ইস্যু ও চেকিংয়ের নামে হয়রানির অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নেমেছে অটোরিকশা ও ইজিবাইক সমবায় সমিতি। গত শনিবার সকাল থেকে শহরে অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। গতকাল সকাল থেকেই শহরের প্রধান সড়কগুলোতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। ইজিবাইক বা অটোরিকশা না থাকায় গন্তব্যে যেতে হেঁটে যেতে হচ্ছে অনেককে। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে মহাসড়কে চলা সিএনজি বা প্যাডেল চালিত রিকশায় উঠতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে শ্রমিক নেতারা দাবি করেছেন, আগে ঝালকাঠি পৌরসভায় ১ হাজার ১৫০টি অটোরিকশা লাইসেন্স ছিল। বর্তমানে কর্তৃপক্ষ মাত্র ৭১৩টির নবায়ন করেছে। অবশিষ্ট যানবাহন বৈধ করার দাবিতে ধর্মঘট শুরু হয়েছে। শ্রমিকদের হুঁশিয়ারি- দাবি না মানা হলে শহরে সব যানবাহন বন্ধ থাকবে।
?যাত্রী উজ্জ্বল রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, হঠাৎ ধর্মঘট ডাকার কারণে আমরা সাধারণ মানুষ পড়েছি বিপদে। হাসপাতালে যেতে দেরি হচ্ছে, স্কুল-কলেজের শিক্ষার্থীরাও সমস্যায় পড়েছে। ভাড়া গাড়ি পেলেও তিনগুণ টাকা দিতে হচ্ছে।
?সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বলেন, আমাদের হাজারো চালক পরিবার নিয়ে অনিশ্চয়তায় আছে। আমরা চাই সব যানবাহনকে বৈধ করা হোক। পৌরসভা অবৈধভাবে অর্থ আদায় ও হয়রানি করছে, তাই বাধ্য হয়ে ধর্মঘটে নামতে হয়েছে।
?তবে পৌরসভার প্রকৌশলী নাজমুল হাসান বলেন, শহরে বৈধ অটোরিকশার সংখ্যা ১৩৫০টি। বাকিগুলোর বৈধকরণ প্রক্রিয়া চলছে। অথচ এর বাইরে আরও অসংখ্য অবৈধ অটোরিকশা চলছে। তাই এগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। শ্রমিক সমিতির দাবি পুরোপুরি অযৌক্তিক।
এদিকে যাত্রীরা বলছেন, এই দ্বন্দ্বের কারণে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে তাদেরকেই। কেউ সময়মতো অফিসে যেতে পারছেন না, আবার অনেক শিক্ষার্থী ক্লাস মিস করছেন। সাধারণ মানুষের দাবি, দ্রুত সমস্যার সমাধান করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হোক।
