মুরাদনগরে ১৫৩ মণ্ডপে চাল বিতরণ
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাজ্জাদ হোসেন, মুরাদনগর (কুমিল্লা)
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে প্রশাসনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলায় মোট ১৫৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং প্রতিটি মণ্ডপের অনুকূলে ৫০০ কেজি করে সরকারি চাল (জিআর) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জহিরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, তথ্য প্রযুক্তির সহকারী প্রোগ্রামার রাফিদ আহমেদ, বাংলাদেশ সেনাবাহিনী (সিনিয়র ওয়ারেন্ট অফিসার) জসিম উদ্দিন, মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান, বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান, কোম্পানীগঞ্জ জোনাল পল্লী বিদ্যুৎ ডিজিএম মো. মহিউদ্দিন, ?ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম পারভেজ, ভিপি জাকির হোসেন, শুকলাল দেবনাথ, রাহিমপুর আজাচক আশ্রমের ডা. মানবেন্দ্র যুগল ব্রহ্মচারী, দুলাল দেবনাথ, অরুপ নারায়ণ পোদ্দার, দীন দয়াল পাল এবং নবিপুর পশ্চিম ইউনিয়নের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন।
