নোয়াখালীতে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

জাতীয় নিবার্চনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ-কবিরহাট পাঁচ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন হিন্দু সম্প্রদায়ের সঙ্গে পূজা উপলক্ষে মতবিনিময় সভা ও আর্থিক অনুদান বিতরণ করেন। গতকাল রোববার কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে স্থানীয় একটি হোটেলে আসন্ন হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা প্রচার সম্পাদক আইয়ুব আলী সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বসুরহাট পৌর জামাতের আমির মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতে সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, সহ-সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, জিয়াউল হক জিয়া, সিরাজপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আমীর আবুল হোসেনসহ উপজেলা জামায়াতে নেতারা উপস্থিত ছিলেন।
