কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফসার এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন মাষ্টার, উপজেলা জামায়াতের আমির আফতাবউদ্দিন, বাহাদুরসাদী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ। এ সময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যমকমীরা উপস্থিত ছিলেন।