মানিকগঞ্জে সারের দোকানে কৃষকদের তালা
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মানিকগঞ্জ প্রতিনিধি
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও কালোবাজারির অভিযোগে মানিকগঞ্জে এক বিএডিসি সার ডিলারের দোকানে তালা দিয়েছেন বিক্ষুব্ধ কৃষকরা। পরে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে ওই ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার সকালে সাটুরিয়া উপজেলার জান্না বাজারে ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামের দোকানে এই ঘটনা ঘটে। এই দোকানের মালিক সানোয়ার হোসেন। ভুক্তভোগী কৃষকরা জানান, সানোয়ার হোসেন দুটি লাইসেন্স ব্যবহার করে সার ব্যবসা পরিচালনা করছেন। একটি নিজের নামে (শমসের এন্টারপ্রাইজ) অন্যটি অপ্রাপ্তবয়স্ক ছেলে সোহাগের নামে। ঠিকানা ভিন্ন হলেও তিনি সব সার জান্না বাজার থেকেই বিক্রি করেন।
তাদের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে সার বিক্রি করে আসছিলেন। গতকাল সোমবার সকালে বাজারে ৬০-৭০ জন কৃষক জড়ো হয়ে বাজার কমিটির সভাপতি ও স্থানীয় কৃষি কর্মকর্তার উপস্থিতিতে তার দোকানে তালা লাগিয়ে দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন ওই প্রতিষ্ঠানকে মোবাইল কোর্ট পরিচালনা করেন। কৃষক আব্দুর রাজ্জাক বলেন, সানোয়ারের দোকান থেকে ১৪ শত টাকা দিয়ে ১ বস্তা (ডিএপি) সার কিনি। কালোবাজার থেকে সার এনেছেন দাবি করে কোনো রিসিভ দেয়নি। এরপর পার্শ্ববর্তী বাজারে খবর নিয়ে দেখি এই সারের দাম ১ হাজার ৫০ টাকা।
কৃষক বুদ্দু মিয়া বলেন, এরআগেও দুইবার দাম নিয়ে আমদের সঙ্গে সানোয়ারের ঝামেলা হয়েছে। আমরা সবাই মিলে এসে তার দোকানে তালা দিয়েছি।
