মব তৈরি করে হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
একুশে টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধিকে মব তৈরি করে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রংপুরের সাংবাদিক সমাজ। গতকাল সোমবার সকাল ১১টার প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করেছে রংপুর মহানগরীসহ বিভিন্ন জেলা ও উপজেলা হতে আগত সাংবাদিকরা। মানববন্ধনে রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জমান সালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাযহারুল মান্নানের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- একুশে টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, সিটি প্রেসক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরী, সাবেক প্রেসক্লাবের সভাপতি মাহবুবার রহমান, সাজ্জাদ হোসেন বাপ্পি, টিসিএ রংপুরের সাধারণ সম্পাদক মুকুল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সময় টেলিভিশনের নাজমুল হোসেন নিশাত প্রমুখ।
