গাংনীতে দুই হাতবোমা উদ্ধার

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মেহেরপুর (গাংনী) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীর চরগোয়াল গ্রামের ক্লাবপাড়ার একটি দোকানের সামনে থেকে দুটি হাত বোমার উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সকালে স্থানীয়রা একটি দোকানের সামনে পলিথিন ব্যাগে বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ তা উদ্ধার করে। দোকান মালিক কামরুজ্জামান লিপু ক্লাবপাড়া এলাকার মৃত রহিতউল্লার ছেলে। গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, বোমা সদৃশ্য দুটি বস্তু প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।