জামায়াতের কার্যালয়ে হামলার একযুগ পর মামলা
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফেনী প্রতিনিধি
ফেনী জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার এক যুগ পর মামলা দায়ের করা হয়েছে। এতে পতিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ আটজনের নাম উল্লেখ করে দেড়শ জনকে আসামি করা হয়েছে। জেলা জামায়াতের সাবেক দপ্তর সম্পাদক মো. শফিকুর রহমান বাদী হয়ে গত সোমবার রাতে মামলাটি দায়ের করেন। গতকাল মঙ্গলবার জামায়াতের জেলা প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহীম জানান, ঘটনার পর সেই সময়ও মামলা করা হয়েছিল, তবে পুলিশ ভূয়া রিপোর্ট দিয়ে মামলাটি বিচার প্রক্রিয়ায় এগোতে দেয়নি। এদিকে মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির আদেল, সমাজকল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম পাটোয়ারি, জেলা যুবলীগের সহ-সভাপতি জানে আলম, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান খোকন হাজারী, সিনিয়র সহ-সভাপতি জিয়াউল আলম মিষ্টার, পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর আলম রানা।
মামলায় এজাহারে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর রোববার রাত আড়াইটার দিকে শহরের শান্তি কোম্পানি রোডের আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার উত্তর-পশ্চিম পাশে অবস্থিত জেলা জামায়াতে ইসলামীর অফিসের কলাপসিবল গেইট ভেঙে আসামিরা ভেতরে প্রবেশ করে। এ সময় ওই ভবনের দারোয়ান প্রাণভয়ে পালিয়ে গেলে তারা অতর্কিত গুলিবর্ষণ ও বোমা ফাটিয়ে অফিস ভাঙচুর করে। একপর্যায়ে গ্যারেজে থাকা নোহা গাড়ি (রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রে-চণ্ড৫৩-৭৪৫৪) ও দুইটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা অফিসের নীচতলা ও দ্বিতীয় তলার বিভিন্ন কক্ষের এসি, কম্পিউটার, ফটোকপি মেশিন ভাঙচুর করে এবং অফিসের কাগজপত্র ও বইপুস্তক নষ্ট করে বিভিন্ন কক্ষে আগুন লাগিয়ে দেন। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভাতে গেলে শান্তি রোডে আটকে দেওয়া হয়। ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান গণমাধ্যমকে মামলা রেকর্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
