নীলফামারী শহরের ঐতিহ্যবাহী বড় মাঠ

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

নীলফামারী শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহ্যবাহী বড় মাঠ একসময় অবহেলা, অপরিচ্ছন্নতা ও নিরাপত্তাহীনতায় ঢাকা পড়ে গিয়েছিল। তবে ২০২৪ সালের জুলাই মাসের ছাত্র আন্দোলনের পর থেকে মাঠটিকে ঘিরে শুরু হয় এক নতুন অধ্যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও পৌর প্রশাসক সাইদুল ইসলাম যৌথভাবে মাঠের উন্নয়নে এগিয়ে আসেন। তাদের সমন্বিত উদ্যোগে মাঠটি এখন পরিচ্ছন্ন, সবুজ এবং নিরাপদ এক নাগরিক বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে। প্রশাসক দায়িত্ব গ্রহণের পরপরই মাঠ পুনর্গঠনের কাজ শুরু করেন। তিনি বলেন- শুধু অবকাঠামো নয়, এটি একটি সামাজিক আন্দোলনের অংশ। জুলাইয়ের আন্দোলন আমাদের দেখিয়ে দিয়েছে, মানুষ পরিবর্তন চায় আমরাও সেই পরিবর্তনের সঙ্গী হতে চাই। বর্তমানে মাঠজুড়ে সবুজ গাছপালা, বসার বেঞ্চ, হাঁটার পথ ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করা হয়েছে * আলোকিত বাংলাদেশ