পাথরঘাটায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
পাথরঘাটা পৌর শহরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব দিন দিন বেড়েই চলেছে। শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত ঘুরে বেড়ানো এই কুকুরগুলো মানুষের জন্য দিনকে দিন হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে সকাল ও দুপুর বেলায় স্কুলগামী শিশুদের যাতায়াতে দেখা দিচ্ছে নানা সমস্যা। স্থানীয় কাপড় ব্যবসায়ী মো. মঞ্জু মিয়া জানান, কুকুরগুলো কখনও দল বেঁধে ঘুরে বেড়ায়, আবার কখনও আচমকাই মানুষের দিকে তেড়ে আসে এমনি কি কখনও কখনও রিক্সা বা সাইকেলে যাতায়াত করলেও কুকুরগুলো পিছন পিছন ধাওয়া করতে থাকে। এরইমধ্যে কয়েকজন শিশু ও বৃদ্ধকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। পাথরঘাটা শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং এক স্কুলপড়ুয়া শিশুর মা ফাহিমা বেগম ঝুমুর বলেন, প্রতিদিন আমার মেয়েদের স্কুলে পৌঁছে দিতে হয়। একা যেতে পারবে না, কারণ পথে একাধিক কুকুর ঘোরাঘুরি করে। ওরা হঠাৎ করে তেড়ে আসে, ভয় পেয়ে অনেক বাচ্চা কাঁদে। এই অবস্থায় খুব দুশ্চিন্তায় থাকি।
একইরকম অভিযোগ করেন- শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জনতা ব্যাংক অফিসার রেজাউল করিম বলেন, কুকুরগুলো যেভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করে তাতে বাচ্চাদের নিয়ে সবসময় আতঙ্কে থাকতে হয়।
৩নং ওয়ার্ড বাসিন্দা মো, নিজাম উদ্দিন জানান, সকালবেলা ছেলেকে স্কুলে নিয়ে যেতে গিয়ে কুকুরের মুখোমুখি হতে হয়। কিছুদিন আগে আমাদের পাশের বাড়ির একটা বাচ্চাকে কামড়ে দিয়েছে এক কুকুর। তারপর থেকেই আমরা খুব ভয়ে থাকি। শুধু শিশুরাই নয়, পথচারী ও বাইসাইকেল আরোহীরাও কুকুরের উপদ্রবে ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক সময় রাতের বেলায় দলবদ্ধ কুকুরের ঘেউ-ঘেউ শব্দে এলাকাবাসীর ঘুমের ব্যাঘাত ঘটে। এ ব্যাপারে পাথরঘাটা পৌরসভার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বেওয়ারিশ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে আমরা শিগগিরই ভেটেরিনারি বিভাগের সঙ্গে সমন্বয় করে একটি কার্যক্রম হাতে নিচ্ছি। কুকুর নিধন নয়, বরং টিকাদান ও বন্ধ্যাত্বকরণ প্রক্রিয়ায় কাজ করার পরিকল্পনা রয়েছে।
তবে শহরবাসীর দাবি, অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে এই সমস্যা আরও বড় আকার ধারণ করতে পারে।
