‘চট্টগ্রাম বিভাগেই থাকতে চায় ফেনীবাসী’
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফেনী প্রতিনিধি
কুমিল্লা নয়, ফেনী জেলাকে চট্টগ্রাম বিভাগে রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার স্বেচ্ছাসেবী সংগঠন আমরা ফেনীবাসীর উদ্যোগে ফেনীর কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন- ইতিহাস, ঐতিহ্য ও ভৌগলিক অবস্থা বিবেচনায় ফেনী বিভাগ হওয়ার সক্ষমতা রয়েছে। যদি ফেনীকে বিভাগ করা না হয়, তাহলে ফেনীবাসী চট্টগ্রাম বিভাগে থাকতে চায়। কোনোভাবে কুমিল্লা বিভাগে যুক্ত হতে রাজি নয় ফেনী জেলা।
এ গণদাবি উপেক্ষা করে সরকার কোনো বিতর্কিত সিদ্ধান্ত নিলে কঠোর আন্দোলনে যাবে ফেনীবাসী। সমাবেশে আমরা ফেনীবাসীর সভাপতি এয়াকুব নবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একরামুল হক ভূঞার সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, এবিপার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, ইসলামী আন্দোলনের উপদেষ্টা মাওলানা নুরুল করিম, আমরা ফেনীবাসীর সাবেক সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, জেলা স্বেচ্ছসেবক দলের সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, ফেনী জেলা গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম সুজন, ফেনীর প্রত্যয়ের সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ফেনী ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইউছুফ বাপ্পি, ছাত্র সমন্বয়ক মোহাইমিন তাজিম ও ওমর ফারুক শুভ প্রমুখ।
