কেশবপুরে শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মশিয়ার রহমান, কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুরে বিজ্ঞান পরীক্ষার খাতায় নম্বর কম পাওয়ার বিষয়ে জানতে চাওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুলছাত্রকে মারপিট করেছেন শিক্ষক। উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের দশকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। অভিযোগ ও স্কুলছাত্রের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার দশকাহুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত রোববার দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার বিজ্ঞান বিষয়ের খাতা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। এতে পাঁচ রোল নম্বরধারী রোহান শেখের খাতায় ৪৯ নম্বর দেওয়া হয়েছে।
ফলে শ্রেণিকক্ষে সে সংশ্লিষ্ট শিক্ষক চিন্ময় সরকারের কাছে সব প্রশ্নের উত্তর লেখার পরও এতো কম নম্বর পাওয়ার বিষয়ে জানতে চায়। সঙ্গে সঙ্গেই শিক্ষক চিন্ময় সরকার তাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট শুরু করে। লাঠি ভেঙে যাওয়ায় ওই শিক্ষক রোহানের মুখের দুই চোয়ালে থাপ্পড় মারতে থাকে। এতে সে মারাত্মকভাবে আহত হয়।
দশকাহুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীন মোহাম্মদ বলেন, রোহানকে মারপিটের ঘটনায় উপজেলা শিক্ষা অফিস থেকে সহকারী শিক্ষক চিন্ময় সরকারের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছেন।উপজেলা শিক্ষা অফিসার আবদুর রব বলেন, ওই স্কুলছাত্রের বাবার কাছ থেকে অভিযোগ পেয়েই সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় শিক্ষক চিন্ময় সরকারের বিরুদ্ধে গতকাল বিভাগীয় মামলা করা হয়েছে। একইসঙ্গে প্রধান শিক্ষককে শোকজ করা হয়।
