বাগেরহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে টাইফয়েড টিকাদান বিষয়ে গণমাধ্যমকর্মীদের জন্য জেলা পর্যায়ের পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।
বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার রিয়াদুজ জামান, গণযোগাযোগ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মুঈনুল ইসলাম, তথ্য অফিসার সাহা চন্দ্র শেখর, সহকারী তথ্য অফিসার বিশ্বজিৎ শিকদার, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলামসহ বাগেরহাটে কর্মরত গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, টাইফয়েড টিকাদান কার্যক্রম সম্পর্কে জনগণকে সঠিক তথ্য পৌঁছে দিতে সংবাদকর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তারা আশা প্রকাশ করেন। এই টিকা পাওয়ার জন্য নয় মাস থেকে পনের বছর বয়সের শিশুদের অনলাইনে নিবন্ধন করতে হবে। পরবর্তীতে পার্শ্ববর্তী নির্দিষ্ট টিকাদান কেন্দ্র নির্দিষ্ট দিনে বিষয়ে টিকা গ্রহণ করতে পারবেন। জেলায় চার লাখ ১২ হাজার শিশুকে এই টিকা দেওয়াল লাখ মাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বুধবার সকাল পর্যন্ত ৬৮ হাজার শিশু অনলাইনে নিবন্ধন করেছেন। ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে।
