দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুতি সভা

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার। সঞ্চালনায় ছিলেন প্রশাসক আলামিন সরকার।

সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, জামায়াতে ইসলামের কেন্দুয়া উপজেলা আমির সাদেকুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, কেন্দুয়া মিডিয়া ক্লাব সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা এবং জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কেন্দুয়া শাখার সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, মিডিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক মনজুরা আক্তার লিলি প্রমুখ।