নাঙ্গলকোটে ২২ মণ্ডপে দুর্গাপূজা

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

নাঙ্গলকোট উপজেলার একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের ১১টি পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের এ ধর্মীয় উৎসব একযোগে শুরু হবে। উপজেলার ১১টি পূজা মণ্ডপের মধ্যে বেলঘর গোসাইবাড়ি পূজা মণ্ডপ, শ্রী শ্রী মুক্তকেশী কালিবাড়ি পূজা মণ্ডপ, গোম কট রামকুটির দুর্গাপূজা মণ্ডপ, মক্রবপুর দুর্গাপূজা মণ্ডপ, চান্দের বাঘ দুর্গাপূজা মণ্ডপ দুটি, বেলটা পূজা মণ্ডপ, বেলঘর মেরকট পূজা মণ্ডপ, বাঙ্গড্ডা শিলবাড়ি পূজা মণ্ডপ এবং বাক্সগঞ্জ ইউনিয়নের বড়রা ঠাকুরবাড়ি দুটি পূজা মণ্ডপসহ উপজেলার প্রায় প্রতিটি পূজা মণ্ডপে প্রতিমা তৈরির পাশাপাশি চলছে সাজসজ্জার শেষ মুহূর্তের কাজ। কোনো কোনো প্রতিমার গায়ে এরইমধ্যে শোভা পাচ্ছে রং বেরঙের শাড়ি-গহনা। বিভিন্ন রঙের আলোকসজ্জায় আলোকিত করার পাশাপাশি নানান সাজে সাজানো হয়েছে প্রতিটি পূজা মণ্ডপ। পূজা শুরু না হলেও সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এখনই আনন্দের জোয়ার বইছে। প্রতিমা বিসর্জন পর্যন্ত চলবে তাদের এ আনন্দ উৎসব। নাঙ্গলকোট পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু জয়দেব মজুমদার বলেন, সরকারের নির্দেশ ও আমাদের পূজা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১১টি পূজা মণ্ডপের সবপ্রকার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আশা করি অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের পূজা অত্যন্ত আনন্দময় হবে। নাঙ্গলকোট থানার ওসি মোহাম্মদ একে ফজলুল হক জানান, সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের সব প্রকার ফোর্স প্রস্তুত।