না.গঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ নিহত তিন

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত ও ইজিবাইকের ধাক্কায় চার বছরের এক শিশু নিহত হয়েছেন। এছাড়াও বুড়িগঙ্গা নদী থেকে একজনে ভাসমান লাশ ও ঘর থেকে গৃহবধূর লাশ ও সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার একটি পুকুর থেকে ৮ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, ফতুল্লায় ইজিবাইকের ধাক্কায় আব্দুল্লাহ নামে চার বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় চালক মো. সাগর (৩০) বেপরোয়া গতিতে ইজিবাইকটি চালিয়ে যাওয়ার সময় শিশু আব্দুল্লাহকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই চালক শিশুটিকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল্লাহ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুলবাগ গ্রামের দেলোয়ার হোসেন ও নাদিরা বেগমের ছেলে। সে বর্তমানে ধর্মগঞ্জ ঢালিপাড়া মুন্সিবাড়ি এলাকায় বাবা মায়ের সঙ্গে ভাড়া থাকত। অন্যদিকে, রূপগঞ্জে মোটরসাইকেলে রেইস করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পূর্বাচলের ৩০০ ফুট সড়কে লেংটার মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কাঞ্চন হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল রানা।

নিহতরা হলেন- রাজধানীর ইব্রাহিমপুর এলাকার জসীমউদ্দিনের ছেলে দীপ এবং মাটিকাটা এলাকার সেকান্দারের ছেলে সুমন। তারা দুজনই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আহত শিক্ষার্থীর একজনের নাম রাব্বি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে আহত আরেকজনের নাম জানা যায়নি। এছাড়াও ফতুল্লার বুড়িগঙ্গা নদী থেকে ইদ্রিস আলী ব্যাপারী (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পাগলা নৌপুলিশ। গত বুধবার বেলা ১২টার দিকে ফতুল্লা সরকারি তেল ডিপো যমুনা ঘাটের পেছনে ভাসমান অবস্থায় বুড়িগঙ্গা নদী থেকে লাশটি উদ্ধার করে।

নিহত ইদ্রিস আলী ব্যাপারী শরিয়তপুর জেলার শখিপুর থানার চরজিন কিং গ্রামের মৃত সিদ্দিক আলী ব্যাপারীর পুত্র। সে ঢাকার শ্যামপুর তেলঘাট এলাকায় বসবাস করতো। গত সোমবার দুপুর একটার দিকে নৌকা চালানোর সময় অসাবধানতাবশত বুড়িগঙ্গা মাঝ নদীতে নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হন। অন্যদিকে, একই দিন বেলা ১২টার দিকে ফতুল্লার হাজীগঞ্জ এলাকার ইমামউদ্দিনের বাড়ির নিচতলার ভাড়াবাসা থেকে ঋতু আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাবা মো. কাশেম মিয়ার অভিযোগ, তার মেয়েকে হত্যা করে স্বামী পালিয়ে গেছে। তিনি আরও জানান, ঘটনাস্থলে পৌঁছে দেখেন ঘরের বাইরে তালা দেওয়া ছিল। ফতুল্লা থানার এসআই সঞ্জীব জোয়াদ্দার জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ; হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।

অন্যদিকে, সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার একটি পুকুর থেকে সাইফা আক্তার (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাইফা আক্তার শিমরাইল এলাকার মোহাম্মদ সাদ্দাম হোসেনের মেয়ে। সে দুপুর ১২টার দিকে পুকুরের পানিতে তলিয়ে গিয়েছিল। উদ্ধার করেছে পুলিশ।