জামায়াত নেতার গণসংযোগ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মন জয় করতে ভোটারের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন জামায়াত নেতা প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া। গতকাল বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট ও দোয়া চান। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্দিরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূইয়ার সঙ্গে গণসংযোগে অংশগ্রহণ করেন, সোনারগাঁ দক্ষিণ জামায়াতের সেক্রেটারি আসদুজ্জামান মোল্লা, পিরোজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কবির হোসেনসহ স্থানীয় জামায়াতের কর্মী ও সমর্থকরা। ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, আল কুরআনের সমাজ ও রাষ্ট্র কায়েমের জন্য প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করতে হবে তাই বৃষ্টির দিনেও আল কোরআনের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। আমরা আশা করছি, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ৫ আগস্টের পর থেকে যে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক অরাজনৈতিক শক্তির দ্বারা সাধারণ মানুষের ক্ষতি বা অন্যায় ঘটলে তার প্রমাণ সংরক্ষণ রাখার আহ্বান জানান তিনি। প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া বলেন, তিনি যদি সোনারগাঁয়ের এমপি নির্বাচিত হন, তাহলে প্রতিটি মজলুমের পাশে দাঁড়িয়ে তাদের সমস্ত পাওনা আদায় করানো বা ফিরিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ মানুষের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ।