যুবদল নেতা গ্রেপ্তার
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরের একটি টেম্পো স্ট্যান্ডে চাঁদার দাবিতে তাণ্ডব ও মাহিন্দ্রা ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান লিমন। গত মঙ্গলবার রাতে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হলে গতকাল বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার ফরিদপুর শহরের টেম্পো স্ট্যান্ডে মাহিন্দ্রা চালকদের কাছে চাঁদা দাবি করে লিমন ও তার বাহিনীর সদস্যরা। শ্রমিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষুব্ধ হয়ে ১৬টি মাহিন্দ্রা ভাঙচুর করে। এ ঘটনায় ছয়জন আহতও হন।
