দাউদকান্দিতে সমন্বয় সভা

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাছরীন আক্তারের সভাপতিত্বে আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় বক্তব্য রাখেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াছমিন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, দাউদকান্দি হাইওয়ে থানার ওসি রাশেদ খান চৌধুরী, দাউদকান্দি সদর (উত্তর) ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নাজমুল সরকার, জিংলাতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম রনি, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন, গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়েশা আক্তারসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। মাসিক আইনশৃঙ্খলা সভায়, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের তৎপরতা সম্পর্কে সভায় অবগত করেছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণ স্ব-স্ব ইউনিয়নের আইনশৃঙ্খলা ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।