অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর, রাধানগর, বুধাইরকান্দি ও উজানচর মৌজার সর্বস্তরের জনগণের উদ্যোগে তিতাস নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং ফসলি জমি ও বসতবাড়ি ভয়াবহ ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নদীর তীরবর্তী এলাকার রাধানগর হতে কালিকাপুর পর্যন্ত শত শত স্থানীয় নারী-পুরুষ হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেছে।
এর ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে, নদীর দুই পাড়ের ফসলি জমি ও বাড়িঘর ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে। অনেক পরিবার এরইমধ্যে জমি ও বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে গেছে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসনের দাবি জানান।
তারা আরও হুঁশিয়ারি দেন, এখন আবারও বালু উত্তোলনের জন্য বালুখেকোরা ড্রেজার এনেছে। এবার যদি আবারও বালু উত্তোলন করা হয়, আমরা ঘরে বসে থাকব না। এলাকাবাসীর পক্ষে ফারুক আহমেদ, সামাদ মিয়া, বাবুল মিয়া বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। প্রশাসন প্রতি আহ্বান জানাই, আপনারা দ্রুত কার্যকর পদক্ষেপ নিন। না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা মানববন্ধন ও বালু উত্তোলন প্রসঙ্গে বলেন, আমি খোঁজখবার নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
