নোয়াখালীতে ক্যাম্পেইন

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

এ্যাসেট প্রকল্পের আওতায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স শিক্ষার জনপ্রিয়তা ও ভর্তির হার বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালীতে আউটরিচ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাইজদীর অরুন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের হল রুমে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের অধ্যক্ষ ডাক্তার শায়েলা সুলতানা ঝুমা, অরুন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভুপাল চন্দ্র দেবনাথ, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন কালা, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের জুনিয়র লেকচারার আসাদুল হক খান, ডাক্তার ফোজিয়া ফরিদ, ইন্সট্রুমেন্ট কেয়ার টেকনিশিয়ান আবদুল আল মামুনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ম্যাটস এর শিক্ষাগত যোগ্যতা ও ভবিষ্যতে একজন শিক্ষার্থী কিভাবে নিজেকে গড়ে তুলতে পারবে সে বিষয়ে সবাইকে অবহিত করন শীর্ষক আলোচনা করা হয়।