মাদারীপুরে বেকারি মালিকের জরিমানা
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মাদারীপুর প্রতিনিধি
অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদনের জন্য মাদারীপুরে মধুমতী ব্রেড অ্যান্ড বিস্কুট কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. মাসুম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ অভিযান সূত্র জানায়, উপজেলার চৌরাস্তার মধুমতী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান করা হয়। এ সময় অস্বাস্থ্যকরভাবে পণ্য উৎপাদন, নিম্নমানের খাদ্য সংযোজন দ্রব্যে ব্যবহার, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, কীটপতঙ্গ দমনের ব্যবস্থা না থাকা, সব পণ্যের বাধ্যতামূলক নিবন্ধন না থাকা, কেক তৈরির জন্য ব্যবহৃত রঙিন কাগজ, ফ্লেভার ইত্যাদির সনদ না থাকা, ফ্লোরে খাবার রাখা, রশিদ ও লেবেলবিহীন রাসায়নিকের ব্যবহার, কাঁচামালের কেনা-বেচা সংক্রান্ত চালান প্রদর্শন করতে ব্যর্থসহ নানা অনিয়মের জন্য জরিমানা করা হয়। এ সময় এক লাখ টাকা জরিমানা করা হয়।
