১৬ বছর পর আজ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুমিল্লা প্রতিনিধি
আজ শনিবার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠেয় সম্মেলন ঘিরে সর্বত্র বিরাজ করছে উৎসবের আমেজ। এর আগে ২০০৯ সালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয়েছিল। এরপর থেকে বেশ কয়েকবার আহ্বায়ক কমিটি গঠিত হলেও সম্মেলন হয়নি। এতে দেড় দশকের বেশি সময় ধরে আনুষ্ঠানিক সম্মেলন থেকে বঞ্চিত ছিলেন নেতাকর্মীরা।
দলীয় সূত্র জানায়, আজ শনিবার কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠেয় সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান বক্তা হিসেবে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সম্মেলনের উদ্বোধক বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। সূত্র আরও জানায়, দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন উপজেলা ও পৌরসভা মিলিয়ে মোট ১৪টি ইউনিট আছে। প্রতিটি ইউনিট থেকে ১০১ জন কাউন্সিলর আছেন। সে ক্ষেত্রে কোনো পদে ভোট হলে মোট ১ হাজার ৪১৪ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। তারা ভোটের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে কাউন্সিল আয়োজন করতে প্রস্তুত। দলীয় সূত্রে জানা গেছে, জেলার ১৭টি উপজেলার মধ্যে দক্ষিণের ১০টি উপজেলা ও চারটি পৌরসভা নিয়ে দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক ইউনিট। দক্ষিণ জেলা বিএনপির কার্যালয় কুমিল্লা নগরীতে, সাংগঠনিকভাবে এ ইউনিট বেশ গুরুত্বপূর্ণ। সর্বশেষ চলতি বছরের গত ২ ফেব্রুয়ারি দক্ষিণ জেলা বিএনপির পাঁচ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। এরপর ২৫ ফেব্রুয়ারি ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তিন মাস মেয়াদি ওই কমিটির মাধ্যমে দক্ষিণ জেলার আওতাধীন সব উপজেলা ও পৌরসভার সম্মেলন এরইমধ্যে শেষ হয়েছে। সর্বশেষ ২০০৯ সালের সম্মেলনে সভাপতি হয়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম রাবেয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক হয়েছিলেন বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের বলেন, দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠেয় সম্মেলনে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা যোগ দেবেন। বর্তমানে দলে কোনো কোন্দল না থাকায় সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
