মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে লুধুয়া নবজাগরণ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার চরফলকন বোর্ড অফিস মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে স্বপ্নচূড়া একাদশ টাইব্রেকারে বন্ধুমহল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেন। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী ও হাজিরহাট উপকূল সরকারি কলেজের প্রভাষক বেলাল হোসেন জুয়েল। লুধুয়া নবজাগরণ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সভাপতি এবিএম বাবুল হোসেনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বপ্নচূড়া ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাস্টার নুরুল ইসলাম, চরফলকন ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল অদুদ হাওলাদার, ইউপি সদস্য নাজিম উদ্দিন হাওলাদার ও যুবদল নেতা এমরান হোসেন মুরাদ প্রমুখ।