চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে বলে জানা গেছে। গতকাল শনিবার বিকালে শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাইন জানান- গত শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (৩০) উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটিচিনাদী গ্রামের আলী হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার মধ্যরাতে দোকানের তালা কেটে ফার্মেসিতে ঢুকে চুরি করার সময় পথচারীরা ভিতরে শব্দ শুনতে পান। এ সময় তারা দোকানের মালিককে ফোন করে ফার্মেসিতে চোর ঢুকেছে বলে জানান।

খবর পেয়ে ফার্মেসি মালিক মনোয়ার ঘটনাস্থলে এসে ডাক চিৎকার শুরু করেন।

পরে স্থানীয়রা এগিয়ে এসে সাইফুলকে চুরির অভিযোগে আটক করে গণপিটুনি দেয়। পরে আহত অবস্থায় সাইফুলকে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় সাইফুল মারা যান।