কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

গতকাল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের জন্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ সেমিনারের অনুষ্ঠিত হয়। কবি বাড়ি সুমনের সঞ্চালনায় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে সেমিনারের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিক্ষানুরাগী ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু * আলোকিত বাংলাদেশ
