ইট ভাঙার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে ইট ভাঙার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলার নাজিম খান ইউনিয়নের মমিন বকশিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আব্দুল হক (৬৫) ও তাজরুল ইসলাম (৫৫)। তারা দুজন সহোদর ভাই ও রাজারহাট সদর ইউনিয়নের কৌলাস কুঠি এলাকার বাসিন্দা। স্থানীয়দের বরাতে ওই ইউনিয়নের সদস্য ফজলুল হক জানান, কয়েকজন ইট ভাঙার শ্রমিক নাজিমখাঁন ইউনিয়নের পা টোয়ারি পাড়া থেকে নাজিমখাঁনের দিকে ফিরছিলেন। এ সময় মমিন বকশিপাড়া এলাকায় পৌঁছালে মোড় ঘুরতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তাজরুল হক এবং হাসপাতালে নেওয়ার পথে আব্দুল হক মারা যান।
