তেঁতুলিয়া থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড়

হিমালয় কন্যা খ্যাত দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে তেঁতুলিয়ায় মুগ্ধতা ছড়াচ্ছে বিশ্বের তৃতীয় সুউচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। সৌন্দর্যের নয়নাভিরাম দৃশ্য নিয়ে শরৎ শুরুতেই উত্তরের মেঘমুক্ত আকাশে দেখা দিতে শুরু করেছে পর্বতশৃঙ্গটি। কাঞ্চনজঙ্ঘা আর হিমালয় পর্বতমালার নয়নাভিরাম দৃশ্য দেখতে পর্যটকদের আগমনে হোটেল মোটেলগুলোর কর্মব্যস্ততাও শুরু হয়ে গেছে। ভোর থেকে মেঘমুক্ত আকাশে, দৃষ্টিনন্দন কাঞ্চনজঙ্ঘার চূড়া যেন হাতছানি দিয়ে ডেকে নেয় প্রকৃতি প্রেমীদের। নীল আকাশে বরফে ঢাকা সাদা পাহাড় মুহূর্তেই যেন দর্শনার্থীদের মুগ্ধ করছে। ডাকবাংলো পিকনিক স্পট ও মহানন্দার পাড়সহ বিভিন্ন এলাকা থেকে দেখা যাচ্ছে সোনালি কাঞ্চনজঙ্ঘা। বর্ষা শেষে এবং শীত মৌসুমের শুরুতে আকাশে তেমন মেঘ আর কুয়াশা না থাকায় উকি দিচ্ছে পর্যটকদের বহুল কাঙ্ক্ষিত দৃষ্টি-জুড়ানো পর্বত-শৃঙ্গটি। কোনো রকম কৃত্রিম যন্ত্র ব্যবহার না করেও দূর পাহাড়ের চোখ জুড়ানো দৃশ্য দেখে বিমোহিত করছে পর্যটকদের। জেলার বিভিন্ন স্থান থেকেই পর্যটকরা ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে দিচ্ছেন।

কাঞ্চনজঙ্ঘা ঘিরে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রতি বছরই নেমে আসে পর্যটকের ঢল। বিনা পাসপোর্টে ভারত-নেপালে না গিয়েই এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, যা তেঁতুলিয়াকে পর্যটন অঞ্চল হিসেবে সমৃদ্ধ করেছে।

জেলার আশপাশ এলাকার পর্যটক ছাড়াও ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রংপুরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন পর্যটকরা। বিশেষ করে শীত মৌসুম ঘনিয়ে আসার আগে ভ্রমণপিপাসুদের ভিড় বাড়ছে।

ভোরে সূর্যের আলো পড়তেই বরফাচ্ছন্ন পাহাড়গুলো রূপ নেয় সোনালি আভায়। পর্যায়ক্রমে লাল, কমলা আর সোনালি আভায় সেজে ওঠা দৃশ্য দেখে মুগ্ধ দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা। একটি পূর্ণাঙ্গ পর্যটন নগরী তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে সীমান্ত ঘেঁষা এই উপজেলাকে কেন্দ্র করে।