শিশু তায়েবা হত্যার বিচার দাবি

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শরীয়তপুর প্রতিনিধি

ভেদরগঞ্জে নিখোঁজের দুইদিন পর সেফটিক ট্যাংক থেকে উদ্ধার হওয়া শিশু তায়েবা (৬) হত্যার ঘটনায় অজ্ঞাত আসামি করে সখিপুর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। সখিপুর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ছৈয়াল কান্দি গ্রামের টিটু সরদারের মেয়ে ও স্থানীয় দারুন নাজাত মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী তায়েবা গত বুধবার বিকালে বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোজ হয়। দুই দিন পর গত শুক্রবার দুপুরে পাশর্^বর্তী মেসবাহউদ্দীন মোল্লার বাড়ির সেফটিক ট্যাংক থেকে তায়েবার লাশ উদ্ধার করে পুলিশ।

এরপর গত শনিবার গভীর রাতে তায়েবার বাবা টিটু সরদার বাদী হয়ে অজ্ঞানামা আসামি করে সখিপুর থানায় একটি হত্যা মামলা করেন। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে শিশু তায়েবার চাচি স্কুল শিক্ষিকা আয়েশা আক্তার, রংমিস্ত্রি আসিফ ও প্রতিবেশী নাসিমাকে জিজ্ঞাবাদের জন্য থানা হেফাজতে নেয় সখিপুর থানা পুলিশ। গতকাল রোববার বিকাল ৪টায় তিনজনকেই এই মামলায় আসামি করে আদালতে প্রেরণ করা হয়। এদিকে গতকাল রোববার দুপুরে তায়েবার শিক্ষা প্রতিষ্ঠান দারুন নাজাত মাদ্রাসা ও সখিপুর সুলাইমাানিয়া ইসলামিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়রা তায়েবার হত্যাকারীদের সনাক্ত করে বিচার দাবিতে সখিপুর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা সখিপুর থানা ঘেরাও করে। পরে পুলিশ দ্রুত আসামিদের সনাক্ত করার আশ্বাস দিলে বিক্ষুভকারীরা চলে যায়। এ সময় স্থানীয় লোকজনসহ আশপাশের কয়েক শতাধিক লোক থানা ঘেরাও মানববন্ধন ও বিক্ষভে অংশ গ্রহণ করেন। নিহত তায়েবার বাবা টিটু সরদার বলেন, আমার কলিজার টুকরা তায়েবাকে আমরা চিরতরে হারিয়ে ফেলেছি। আমি আমার অবুঝ শিশু তায়েবার হত্যাকারীদের সনাক্ত করে দ্রুত বিচার দাবি করছি। সখিপুর থানার ওসি ওবায়েদুল হক বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি পারিবারিক কলহের কারণে শিশু তায়েবাকে হত্যা করা হয়ে থাকতে পারে। আশা করি দ্রুত সময়ের মধ্যে শিশু তায়েবার হত্যাকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনতে সক্ষম হবো।