চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুর্গাপূজার শৃঙ্খলা রক্ষায় বিজিবি তৎপর
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তায় ১৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এই সদস্যরা কেবল টহল দিচ্ছেন না, তারা বিভিন্ন মন্দির পরিদর্শন করেও উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছেন।
এরমধ্যে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের ৬ প্লাটুন ও ৫৯ বিজিবি ব্যাটালিয়েনের ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান এবং ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তারা জানান, নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারে, সেই লক্ষ্যে বিজিবি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থার সঙ্গে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় ১৯টি এবং ৫৯ বিজিবির আওতাধীন ১২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী বিজিবির নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, সীমান্ত এলাকাসহ জেলার মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সীমান্ত এলাকায় বিজিবির পর্যাপ্ত টহল কার্যক্রম দেখা যাচ্ছে এবং জেলার অন্যান্য পূজামণ্ডপগুলোতেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি সন্তুষজনক।
